সিমেক ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো সামাজিক শিক্ষা নিয়ে তৃণমূল পর্যায়ে গবেষণা করা এবং পাইলট প্রজেক্টের মাধ্যমে গবেষণালব্ধ ফলাফল সমাজ তথা রাষ্ট্রের কাছে উপস্থাপন করা। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা তথা শিক্ষার অধিকার সহজ করতে দুই যুগেরও অধিক সময় ধরে সেবামূলক কাজের অংশ হিসেবে গরীব অথচ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ইতিমধ্যেই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় “সিমেক ভোকেশনাল ইন্সটিটিউট” এবং সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি তার শিক্ষা কার্যক্রম শুরু করেছে।

বিশেষ করে সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির “আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে” বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক গবেষকদের সমন্বয়ে প্রতিনিয়ত করছে গবেষণা। সিমেক ফাউন্ডেশন বিশ্বাস করে গবেষণা কেন্দ্রের উদ্ভাবনে শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সাথে সহযোগিতামূলক সমপর্ক তৈরী করতে সক্ষম হবে সিমেক ফাউন্ডেশন ।