তথ্য প্রযুক্তির প্রচার ও প্রসার পৌঁছে গেছে পৃথিবীর সর্বস্তরে, আর বাংলাদেশও এই অগ্রযাত্রার বাইরে নয়। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রযুক্তিগত শিক্ষা দেশের সকল স্তরে পৌঁছে দিতে হবে। প্রযুক্তির জ্ঞান ও শিক্ষা প্রসারের প্রথম স্তর হলো কম্পিউটার শিক্ষা। বর্তমানে শিক্ষা জীবন থেকে পেশাগত জীবন সকল ক্ষেত্রে কম্পিউটার শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে চাকরির বাজারে কম্পিউটারের দক্ষতাকে গুরুত্বের সাথে দেখা হয় এবং প্রায় সব ধরনের চাকরিতে এর জ্ঞান অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সিমেক ফাউন্ডেশন এই জায়গাটাতে খুবই সচেতনতার সাথে সচেষ্ট হয়েছে গ্রামীন জনপদকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে। গরীব অথচ আগ্রহী মানুষদের কম্পিউটার ট্রেনিং প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠাতার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম কালাম মন্ডলের নামে প্রতিষ্ঠা করেছেন “কালাম মন্ডল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” গ্রামীণ জনপদকে বর্তমান বিশ্বের সাথে চলার উপযোগী করাই এই প্রশিক্ষণ কেন্দ্রের মূল উদ্দেশ্য।

এই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বল্প এবং দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ গ্রহন করার সুযোগ পাবে এবং তৈরী হবে তাদের কর্মসংস্থানের সুযোগ। আমরা মনে করি কম্পিউটার শিক্ষায় সকল বয়সের নারী-পুরুষের সমান অধিকার থাকতে হবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কাজ করছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রটি। বর্তমানে একজন উচ্চশিক্ষিত স্বেচ্ছা সেবকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই কর্মসূচীটি। উন্নত বাংলাদেশ গড়ার কাজে কিছুটা হলেও আমরা ভূমিকা রাখতে পারবো এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা। 

প্রশিক্ষণ
প্রাপ্তদের তালিকা