জাতির উন্নয়নে

আমাদের অবদানের

২ দশক

সামাজিক শিক্ষা প্রদান তথা প্রসারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নই সিমেক ফাউন্ডেশন এর মূল লক্ষ্য...

সিমেক ফাউন্ডেশনে

স্বাগতম

সমাজের প্রতি দায়বদ্ধতা একটা বড় রকমের দায়িত্ববোধের ব্যাপার। এই পৃথিবীর প্রতিটি জীব জন্মসূত্রেই দায়িত্ববোধ সম্পন্ন হয়ে জন্ম নেয়। সৃষ্টির সেরা জীব আমরা এই মানুষেরা হয়ত দলবদ্ধ কিংবা প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক দায়িত্ব পালন করতে পারি না; কিন্তু যার যার অবস্থানে থেকে নিজের অজান্তে প্রত্যেকেই কিছু না কিছু কাজের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করি সব সময়। হয়ত আমরা কেউ সেভাবে এটা খেয়াল করি; কিংবা কেউ করি না।

আমাদের শুরুটাও প্রথমে সেরকমই হয়েছিল। “দেশের তথা সমাজের জন্যে কিছু একটা করা দরকার”- এই জাতীয় মানসিকতা থেকে বিক্ষিপ্তভাবে কিছু কিছু কাজ আমরা শুরু করেছিলাম। শুরুতে সবাই যা করে অনেকটা সেরকমই। মেধাবী অথচ দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রদান, বিপদগ্রস্তের পাশে থাকা, গরীবকে সাহায্য প্রদান করা, কাউকে চিকিৎসা সাহায্য দেয়া, কন্যা দায়গ্রস্ত পিতার পাশে থাকা, শীতবস্ত্র বিতরন, কাঙ্গালী ভোজ সহ নানাবিধ সমাজ সেবামূলক কাজ আমরা করেছি অনেকবার অনেকভাবে।

একটা পর্যায়ে মনে হয়েছে এভাবে বিক্ষিপ্তভাবে কিছু না করে লক্ষ্য স্থির করে প্রাতিষ্ঠানিকভাবে আগানো দরকার। সেই চিন্তা থেকেই সিমেক গ্রুপের সহযোগীতায় সিমেক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে পরিবর্তনশীল সমাজের সাথে জীবনযুদ্ধে টিকে থাকার উপযোগী করে গড়ে তুলতেই তাঁর এই উদ্যোগ।

সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘ বছর ধরে সিমেক ফাউন্ডেশন নিজস্ব কর্মীদের তত্ত্বাবধানে ও পরিচালনায় বিভিন্ন ধরনের গ্রামীণ নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ফাউন্ডেশন এর সকল কার্যক্রম এককভাবে সিমেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কর্তৃক অর্থনৈতিক সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে। এরই প্রেক্ষিতে, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন ও উদ্ভাবনমূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ফাউন্ডেশন।

ফাউন্ডেশন এর মূল লক্ষ্য হল, সামাজিক শিক্ষা প্রদান তথা প্রসারের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজে লাগানো, যাতে তারা সামাজিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, প্রশাসনিক সেবা প্রাপ্তিতে বৈষম্যের শিকার না হন। বরং জীবন ধারণের প্রতিটি প্রেক্ষাপটে যাতে অধিকার সচেতনতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের সত্যিকার ক্ষমতায়ন নিশ্চিত করতে পারে।

মানবসম্পদ উন্নয়নের প্রাথমিক পর্যায় হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ। বাংলাদেশের বর্তমান জাতীয় শিক্ষাক্রম এখনো পর্যাপ্ত গবেষণার উর্ধ্বে নয়। সিমেক ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট এর অন্যতম পদ্ধতি হলো, মানুষকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করা। ফাউন্ডেশন বিশ্বাস করে, ‘সামাজিক মানুষ’ হয়ে না গড়ে উঠতে পারলে কোন মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতি দায়বদ্ধ হতে পারে না। এমনকি, সমাজের কোন কল্যাণে অবদান রাখতে পারে না।

“সামাজিক শিক্ষা” গ্রহণের সবচেয়ে উপযুক্ত জায়গা হল শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সবাই সমানভাবে একই মূল্যবোধে এবং একই কারিকুলামে শিক্ষা গ্রহণ করে জীবনের বিভিন্ন অনুশীলন করতে পারে। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ফিলান্থ্রফিক ফাউন্ডেশন হিসেবে, সিমেক এর উদ্দেশ্য হল, নির্দিষ্ট একটি জনপদের সকলকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন করা যা রাষ্ট্রের যেকোনো প্রান্তে, যে কোন জনপদের জন্য অনুসরণীয় হতে পারে। সেই সাথে, সামাজিক মানুষ তৈরিতে বর্তমান শিক্ষাক্রমে সামাজিক শিক্ষার ব্যাপকতা এবং গুরুত্ব সরকার তথা রাষ্ট্রের কাছে তুলে ধরতে পারে।

আমাদের কার্যক্রম

সিমেক ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিতদের জন্য একটি
আশার আলো