*** টিন এজার ***

*** টিন এজার ***
সরদার মোঃ শাহীন

বছর ঘুরে নতুন বছর, নতুন শুভদিন

শুভদিনে শুভদিনের শুভেচ্ছা সব নিন!

শুভদিনে লিখছি ছড়া, লিখার বড় তাড়া

লিখতে হবে হৃদয় দিয়ে, আকুল মনকাড়া!

মনে আমার হরেক কথা, ব্যকুল হৃদয় ঝরা

মন পবনে তুফান মেলে, উদাসী মন খাঁড়া।

উদাসী মন উদাস মনে উদাসী গান গায়

দিনে দিনে দিন ফুরালো, কেমনে বছর যায়!

বছর শেষে লিখতে হবে, বছর সেরা লেখা

শুভদিনের উপহার মোর, ভালবাসায় মাখা!

ব্যস্ত আমি নিত্যদিনই, বসা বড় দায়

সাত সকালে ফজর শেষে, একটু বসা যায়।

ভাবনা আমার ছন্দগুলো কেমন করে দেবো,

কেমন করে দু’হাত ভরে লেখার ছোঁয়া পাবো।

মনের কথা আঁকবো আমি, রাখবো লেখার ভাঁজে

কথার মালায় গাঁথবো মালা, গাঁথবো কথার সাজে!

এদিনের কথা জানে জনেজনে, কানেকানে সুর বাজে

সারাবাড়ী মোর ব্যস্ত সাজে, ব্যস্ত সবাই কাজে!

কাছের জনেরা সেজেগুছে আসে, সারা দিনমান পরে

এমনই রীতি সুখময় প্রীতি, যুগেরও অধিক ধরে।

মনে হয় যেন দু’দিনও হয়নি, শোনিম এসেছে ধরায়

বুকখানি মোর ভরিয়া উঠেছে, শোনিম বুকেতে জড়ায়।

সেই হতে মোর বুকের আঙিনা, হয়নি কো আর খালি

বুকের মেঝেতে সলতে বসিয়ে, প্রদীপ দিয়েছে জ্বালি।

লম্বা হয়েছে মাশআল্লাহ, বেজায় লম্বা দেহ

মনে হয় না টপকাতে আর, পারবো আমরা কেহ!

বুদ্ধিশুদ্ধির লক্ষণ ভাল, বুদ্ধি রাখে মাথায়

দুনিয়ার সব আলসামো তার, লিখতে বসলে খাতায়।

সব কিছুতেই আগ্রহ যেন, মন নেই শুধু পড়ায়,

পড়তে বসতে বললেই শুধু সকাল সন্ধ্যায় গড়ায়।

ফুটবল আর ক্রিকেট নিয়ে পড়ার সময় পার

কষ্ট পায় খুব, সইতে পারেনা, সখের দলের হার।

রাতভর শুধু সজাগ থাকে, ঘুমুতে চায় না রাতে

সাত সকালে ঘুম ভাঙে না, উঠতে পারে না প্রাতে।

ঘুমের জ্বালায় অস্থির থাকে, অসময়ের যত ঘুম

বড় মায়া লাগে, মনে সাধ জাগে, ঘুমচোখে দেই চুম।

খাদ্যখাবারে তাড়াহুড়া নেই, নেই তার কোন রুচি

নামাজ পড়ায় হুড়াহুড়ি শুধু, নেই শুধু কোন সূচি।

ভারী মিষ্টি কোরআন পড়া, মিষ্টি তাহার সুর

ঘরের ভিতরে আসমানী সুখ, কে বলে তা বহুদূর!

হালকা পাতলা শপিং পারে, টুকটাক কেনাকাটা

পছন্দ তার আকাশছোঁয়া, অপছন্দ হাঁটা।

আঁকতে পারে দারুন ছবি, দারুন তুলির টান।

গলা ছেড়ে গাইতে পারে, পছন্দের সব গান।

মঞ্চ তাহার ভারী প্রিয়, মঞ্চে সে খুব ইজি

নাচ-গান আর কৌতুক নিয়ে, রিহার্সালে বিজি।

স্কুল আর পড়াশুনা, সিডিউল ভারী টাইট

তবুও বাবার বাদ পড়েনা সখের বাংলা নাইট।

ক্যামেরা কাঁধে ঘুরে বেড়ায়, তোলে হরেক ছবি

বুঝতে পারি এসব কিছুই, আমার বাবার হবি।

ফেসবুকে শুধু খুঁজে বেড়ায় নিজের ছবির লাইক

সাগর জলে তাল মিলিয়ে চালায় ওয়াটার বাইক।

শুভদিনে খোদার কাছে করছি মোনাজাত

বঞ্চিত-অভাগাদের হাতে রেখো শোনিমের হাত।

দোয়া করছি জন্মদিনে, সোনালীতম দিন!

শোনিম সোনার বয়স এবার হলো যে ফরটিন!!!