কম্পিউটার প্রশিক্ষন

কম্পিউটার প্রশিক্ষন প্রকল্পের দশম ব্যাচের ছাত্রদের দ্বিতীয়(২য়) দিনের কর্মশালার কিছু আংশিক চিত্র।
দ্বিতীয় দিনের কর্মশালায় সিমেক ফাউন্ডেশনের সহ-সভাপতি এ বি এম সিদ্দিক ছাত্রদের সম্মুখে ফাউন্ডেশনের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন (প্রকল্প নিয়ে) আলোচনা করেন।
আলোচনার বিষয়বস্তু:-
★জন সচেতনামূলক কর্মসূচী
★সাহিয়া-মজিদ শিক্ষা বৃত্তি প্রকল্প
★আফসানা খানম সেলাই প্রশিক্ষন প্রকল্প
★শোনিম শাহীন কমিউনিটি ক্লিনিক প্রকল্প
★আবুল কালাম মন্ডল কম্পিউটার প্রশিক্ষন প্রকল্প’
এবং দ্বিতীয় দিনের কর্মশালায় দশম ব্যাচের ছাত্ররা কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন।
অবশেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন এর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে এবং উনার পিতা মরহুম আব্দুল মজিদ সরদার ও মমতাময়ী মা মরহুমা সাহিয়া বেগম এর পরকালীন সুখ শান্তির জন্য
দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে দশম ব্যাচের দ্বিতীয় (শেষ) দিনের কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। (31.09.2017)